Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন
  1. কি সেবা কিভাবে পাবেন-
  •  

সেবার নাম

প্রয়োজনীয় কাগজ পত্র/সেবা প্রাপ্তির প্রক্রিয়া/অন্যান্য বিষয়

প্রপ্তির স্থান/অনুষ্টানস্থল

দায়িত্বপ্রাপ্ত কমকতা/কমচারী

  1.  

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র

এস.এস.সি/সমমানের পরীক্ষায় উর্ত্তীণ সনদপত্র। মসজিদ কমিটির সুপারিশপত্র (শিক্ষক নিযোগের ক্ষেত্রে)।

ইফা. জেলা ও উপজেলা কার্যালয়

ফিল্ড অফিসার

  1.  

ইমাম প্রশিক্ষণ নিয়মিত

আবেদনপত্র, ইমামতির স্বপক্ষে চেয়াম্যানের প্রত্যয়ন পত্র, শিক্ষার সনদ, মসজিদ কমিটি কর্তৃক ছুটির অনুমোদন পত্র, জাতীয় পরিচয় পত্র এবং ছবি ।

 

সহকারী পরিচালক

  1.  

মসজিদ পাঠাগার স্থাপন

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

ইফা. জেলা কার্যালয়

অফিস সহকারী

  1.  

শ্রেষ্ঠ ইমাম নির্বাচন

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের প্রশিক্ষণের সনদপত্র, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ, প্রশিক্ষনোত্তর কাযক্রমের প্রতিবেদন ।

ইফ, .জেলা কার্যালয়

সহকারী পরিচালক

  1.  

শ্রেষ্ঠ খামারী নির্বাচন

প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র, বাস্তবে খামার থাকতে হবে, বিশেষজ্ঞ কর্তৃক খামার পরিদর্র্শনের রির্পোট, প্রশিক্ষনোত্তর কাযক্রমের প্রতিবেদন ।

ইফ, .জেলা কার্যালয়

সহকারী পরিচালক

  1.  

সরকারী ব্যস্থাপনায় হজ্জে প্রেরণ

নির্দ্ধারিত ফরম পুরণ / রেজিষ্ট্রেশন করতে হবে অন লাইনে, রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে নির্দ্ধারিত ব্যাংকে ।

ইফ, .জেলাও জেলা প্রশাসকের কার্যালয়

সহকারী পরিচালক

  1.  

বৃক্ষ রোপন/নার্সারী সহায়তা কমসূচী

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে নার্সারী প্রস্তুতকরণ বাবদ নগর অথ প্রদান, নার্সারী প্রমানপত্র ।

ইফা. জেলা কার্যালয়

অফিস সহকারী

  1.  

শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রাথামিক / মাধ্যমিক পর্যায়ের স্কুল / মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে জানুয়ারয়-মাচ মাসের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । স্কুল / মাদ্রাসায় পত্র প্রেরণ করা হয় ।

ইফা. জেলা কার্যালয়

অফিস সহকারী

  1.  

ধর্র্মীয় দিবস উদযাপন

নিদ্ধারিত দিবসে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও ক্ষেত্র বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়িত হয়।

ইফা. জেলা কার্যালয়

অফিস সহকারী

 

  •  

ইসলামী প্রকাশনা/বই বিক্রয় ও প্রদশনী

কুরআন, হাদীস, তাফসীর, ইতিহাস দশন, ও শিশু-কিশোরদের উপযোগী বই পুস্তক বিক্রয় করা হয়

ইফা. জেলা কার্যালয়

বিক্রয় সহকারী

  1.  

ছাত্র সমাজের নৈমিত চরিত্র গঠনমুলক অনুষ্ঠান

প্রতিবছর এস.এস.সি/দাখিল পরীক্ষায় জি.পি.এ-5 প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে অরিয়েন্টশন কোস বাস্তবায়ন করা হয় ।

ইফা. জেলা কার্যালয়

  •  
  1.  

জেলা চাঁদ দেখা কাযক্রম

প্রত্যেক চান্দ্রমাসের ২৯ তারিখে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় । রিপোর্ট কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করতে হয় ।

জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়

  •  
  1.  

হিফজুল কুআন প্রতিযোগিতা

হিফজখানা প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র।প্রতিবছর উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৪টি উপজেলা

সহকারী পরিচালক

  1.  

পবিত্র রমযান মাসে তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন

পবিত্র রমযান মাসে উপজেলা ও জেলায় বিভিন্ন মসজিদে তাফসীর অনুষ্ঠিত হয় ।

৪টি উপজেলা

সহকারী পরিচালক

  1.  

খানকা-মাজার তত্ত্ববধায়কগণের সম্মেলন

প্রতি বছরে একবার সম্মেলন অনুষ্ঠিত হয় । আগ্রহীদের উপজেলা ও জেলা অফিসের যোগযোগ করতে হবে।

 

সহকারী পরিচালক

  1.  

সুদমুক্ত ঋণ ও আর্থিক সাহায্য প্রদান

ইমাম-মুয়াজিজন কল্যান ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ ও আর্থিক সাহায্য বিতরণ করা হয় ।

ইফাঃ জেলা কার্যালয়

  •  
  1.  

সরকারী যাকাত ফান্ড কাযক্রম

জেলার বিত্তবানদের নিকট থেকে যাকাত আদায়ে উদ্ধুদ্ধকরণসভা এবং দরিদ্রের মাঝে বিতরণে চেয়ারম্যান/মেম্বর থেকে প্রত্যয়ন পত্র, জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে ।

ইফাঃ জেলা কার্যালয়

হিসাব রক্ষক

  1.  

সন্ত্রাস/জঙ্গিবাদ/বাল্য-বিবাহ/যৌতুক/ নারী-নির্যাতন বিষয়ক সভা আহবান

4টি উপজেলাতে প্রতিমাসে সন্ত্রাস/জঙ্গিবাদ/বাল্য-বিবাহ/যৌতুক/ নারী-নির্যাতন ও উগ্র সাম্প্রদায়িকের বিরুদ্ধে জনমত গঠন, সভা-সমিতি ও মত বিনিময় সভার আয়োজন করা হয় ।

৪টি উপজেলা

  •