ইমামদের আর্থ সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান, জেলার মসজিদ পরিচিতি, বিক্রয় কেন্দ্র থেকে কুরআন, হাদীস, তাফসীর, সাহিত্য-দর্শন, ইতিহাস ও শিশুদের উপযোগী বই-পুস্তক ক্রয় করা যায় ।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় সর্ব সাধারণের জন্য উম্মুক্ত একটি পাঠাগার আছে। পাঠাগারে জাতীয়, দৈনিক পত্র-পত্রিকা পাঠের সুযোগ আছে। মাসিক চাঁদ দেখা কমিটির মাধ্যমে আরবী মাসের হিসাব সংগ্রহ করা হয়।
জাতীয় হজ্বনীতিমালার আলোকে সরকারী ব্যবস্থাপনায় হাজ্জ্বী প্রেরণ, ইসলামী শরীয়াভিত্তিক জরুরী মসলা-মাসাইল সংগ্রহ, সরকারী যাকাত তহবিলে যাকাতের অর্থ সংগ্রহ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র স্থাপন, মসজিদে ইসলামী পাঠাগার স্থাপন, উপজেলা থেকে জেলা পর্যায়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের (ছাত্র-ছাত্রী)অংশ গ্রহণের সুযোগ, হত-দরিদ্র, দুঃস্থ-পীড়িত ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক সাহায্য ও সূদমুক্ত ঋণ প্রদান, হত-দরিদ্র, ফকির-মিসকিন, হত-দরিদ্র বিধবা, দুঃস্থ নও মুসলিমদের মাঝে (হকদার বিবেচনায়) যাকাতের অর্থ বিতরণ।
এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাদি প্রাপ্তির সুযোগ রয়েছে।